About Me


11 comments:

  1. Sisir babu Porlaam Tinte golpo. Muskil ki janen Pathok kul ektuo bojhe na je niden pokhhye valo ba mondo, prosongsa baa du char te gal mondo lekhok ke utsahito korte. Noi le Jeev sukiye ase je. Apnar moto boro karigor na holeo majhe majhe chhan katiye rossogolla banai. Bikri ekdom nei. er chaite parke bachha der instant ganza deoa golpo boli, darun bikri

    ReplyDelete
  2. Sisir da, ei blog a joto lekha ache sob pore felechi !!! protidin opekhha kore thaki apnar notun lekhar jonno !!! ei sudur probase bose apni kintu sotti e koishor ta abar firie dichhen !!!

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ আপনাকে। আমরা শখের লেখকরা লিখতে বসি অন্য এক তাগিদে। ভিতরে জমে ওঠা কথা বলতে পারলে একটা তৃপ্তি পাওয়া যায়। পাঠকের কথা তখন অবশ্য মাথায় থাকে না। কিন্তু লেখা শেষ হবার পরে পাঠকের দরবারে তো যেতেই হয়। সেই কারণেই এই ব্লগ।আগ্রহ নিয়ে যে পড়ছেন‚ তাতে আনন্দ যে আমারও‚ তা বলার অপেক্ষা রাখে না। অনেক লেখা জমে আছে পুরোনো পত্র–পত্রিকার পাতায়। সমস্যা‚ উপযুক্ত মানের ছবি সব সময় মেলে না। তবে চেষ্টা চলছে নিয়মিত লেখা দেবার। ধন্যবাদ আবারও।

      Delete
  3. darun lekhen moshai, boyeshta aro komiye din-aro pori aar lafalafi kori

    ReplyDelete
  4. আপনার ব্লগটা কদিন হল গোগ্রাসে গিললাম, যখনই সময় পেয়েছি। ছোটবেলাটা ফিরে পেয়েছিলাম মনে হল। কিছু গল্প পড়ে মনে হল যেন সত্যজিতের না পড়া কিছু গল্প পড়ছি। চেস্টা করবো নিয়মিত চোখ রাখার। মেল সাবস্ক্রাইবের অপশন থাকলে খুব ভাল হত।

    ReplyDelete
  5. আপনার ব্লগে লেখা দিতে চাই সম্ভব কি?

    ReplyDelete
  6. Sir,
    We are from golprejahaj.com
    It's a story reading website.
    Your writing is so good and we like it.
    We request to you to send a story in our website for post. If you want to send story, please contact us.
    Our email- golperjahaj@gmail.com

    ReplyDelete
  7. gotobocchorer Istikutum sharodiya te apnar lekha "abhijan chhilo swayang Agnideber" porlam......mugdho holam....anobodyo lekha....porte porte ek muhurter jonyo o thomke darano jay ni....."unputdownable"....onek avinandan o suvechchha.....
    sudhu jiggasyo: Mathob ki Brajadattar abhipray konovabei jante pare ni?naki ete say chhilo Mathober?

    ReplyDelete
    Replies
    1. গল্পেই ইঙ্গিত আছে মাঠব সেই প্রথম দিনই অনুমান করতে পেরেছিল ব্যাপারটা। পরে মেনেও নিয়েছিল। স্বয়ম্বর সভায় সেই কারণেই অনার্য পুত্র গিরিবানকে নিমন্ত্রণ। আসলে সরস্বতী নদীর তীর থেকে আর্যবর্তে বসতি বিস্তার একা আর্যদের পক্ষে তখন আর সম্ভব ছিল না। মাঠব তাই বিষয়টিকে সুকৌশলে কাজে লাগিয়েছিলেন।
      বিষয়টি নিয়ে আরো একটি কাহিনী লেখার ইচ্ছে আছে। আমার ধারণা কুরুক্ষেত্রের যুদ্ধ এমনই কিছুর পরিণতি। ধারণাটি আরো জোরাল হয়েছে সম্প্রতি উঃ প্রদেশের সানাউলি প্রত্নক্ষেত্রে আবিষ্কৃত ব্রোঞ্জ যুগের রথের অবশেষ। ধন্যবাদ।

      Delete
  8. আপনার ব্লগ তা প্রচুর লোকের সঙ্গে শেয়ার করেছি| অনেক হারিয়ে যাওয়া গল্প গুলো আবার মনে পড়ে গেছে আর নতুন গল্পের ও সন্ধান পেয়েছি| স্কুলের বাচ্চাদের মাইছা দেউ, হটাৎ ভয়াল ভ্যাম্পায়ার আরো অনেক গল্প শুনিয়েছি | এ যুগেও বাচ্চারা এইসব গল্প শোনে, অন্যদের শোনায় আর আরো গল্প শুনতে চায় | আপনি আরো অনেক লিখুন, বড়োদের আর ছোটদের দুই শ্রোতার জন্যই , পড়ে আমরা আনন্দ পাই |

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। ভাল থাকবেন।

      Delete